ভোটে মানুষের আগ্রহ কমেছে: ময়মনসিংহে সুজন সম্পাদক

নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে বলে মন্তব্য করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে। তাই এখন ভোট নিয়ে মানুষের মাঝে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। দুদকের মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে কার্যকারিতা হারিয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াজদানী কোরায়শী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সুজন সমন্বয়ক দিলীপ কুমার সরকার, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাড. শিব্বির আহমেদ লিটন, শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: