চাকরির জন্য টাকা দিতে হবে কেন: মন্ত্রীর ক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি এবং স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হতে স্থানীয় সংসদ সদস্যদের টাকা নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নিতে কিংবা গভর্নিং বডির সদস্য হতে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) টাকা দিতে হবে কেন? এমপিদের দায়িত্ব হলো উন্নয়ন করা। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, ঠিকাদারি ও টিআর-কাবিখার কাজে কমিশন নেওয়া নয়। এ অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

মন্ত্রীর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তিদের ব্যাপারেও সতর্ক থাকার কথা বলেন মন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায় জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময় বিভিন্ন জনসভার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে উৎসাহ পাই। কারণ এখান থেকে অনেক কিছু শেখা যায়।’

ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘সবার আগে ছাত্রত্ব অর্জন করতে হবে, এরপর হবে রাজনীতি। আর ছাত্রদের রাজনীতি হবে শিক্ষার রাজনীতি। যে সংস্কৃতি আমাকে চরিত্রহীন, সন্ত্রাসী ও মাদকাসক্ত করে, সে সংস্কৃতি পরিহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমাজ বা রাষ্ট্রকে সব সময় দোষ দিয়ে লাভ নেই, পরিবারই পারে একজন সন্তানকে ভালো চরিত্রবান ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। আপনার সন্তান কখন, কোথায় যায়, কার সঙ্গে মেশে সে খোঁজ আপনাকেই রাখতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং ও মাদক এগুলো থেকে দলমত নির্বিশেষে সবাইকে দূরে থাকতে হবে।’

 

 

টাইমস/এসআই

Share this news on: