১০ বছরে ২৯৬ কোটি বই বিতরণ

সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর (২০১০-২০১৯ শিক্ষাবর্ষ) থেকে মোট ২৯৬ কোটি ৭ লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে। সোমবার সংসদে আহসান আদেলুর রহমানের প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

মন্ত্রী আরও জানান, সরবরাহ করা বইয়ের মধ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২৯৫ কোটি ১ লাখ ২০ হাজার ৭৮৪ কপি পাঠ্যপুস্তক এবং শিক্ষকদের জন্য ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ কপি শিক্ষক নির্দেশিকা রয়েছে। শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩৪০টি পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে বলে মন্ত্রী জানান।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল সাড়ে চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।

অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, সারা দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ১৪৭টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৯৩টি।

 

 

টাইমস/এসআই

Share this news on: