বেনাপোলে ফেনসিডিলসহ দুইজন আটক

যশোরের বেনাপোল সীমান্তে মাদক পাচারের সময় ৩৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

মঙ্গলবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা মাদক ব্যবসায়ীদের আটক করে বলে জানান খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- তমিজ উদ্দিন (৩২) ও রাবেয়া খাতুন(৫৪)। তমিজ উদ্দিন কাগজপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং একই গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী রাবেয়া খাতুন।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদকের চালান ভারত থেকে দৌলতপুর সীমান্ত পার হয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। পরে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদের দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: