খুলনায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

খুলনা মহানগরী ও জেলার ৫৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে ‘স্টুডেন্ট কেবিনেট’ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নির্বাচন বড়দের মতই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। একাডেমিক ভবনের সামনে শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তুলবে। এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই কেবিনেট নির্বাচনে জয়ী প্রার্থী শিক্ষার্থীরা শিক্ষকদের পাশাপাশি থেকে কাজ করবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: