ঢাবি এলাকা থেকে উদ্ধার সেই নবজাতকের পরিচয় মেলেনি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা সংলগ্ন বিআরটিসি বাসস্টান্ডের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনকিউবেটরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে স্যালাইন দেয়া হলেও মুখে খাবার তুলে দেয়া হয়নি। নবজাতকটি এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 আরো জানতে...

“ঢাবি এলাকা থেকে নবজাতক উদ্ধার”

এদিকে বুধবার দুপুর ১টা পর্যন্ত তার পরিচয়ও শনাক্ত হয়নি। এর আগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে কার্জন হলের পাশে বিআরটিসি বাসস্ট্যান্ডে একটি বাসের চাকার পাশে নবজাতকটি নড়াচড়া করতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বেলা ২টা ২০ মিনিটের সময় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তাকে ঢামেকের ২১১ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলাদেশ টাইমকে বলেন, ধারণা করা হচ্ছে রাজধানীর কোনো ক্লিনিকে শিশুটির জন্ম হয়েছে। পরে তাকে কার্জন হলের পাশে ফেলে দেয়া হয়। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে তাকে ঢামেকে নিয়ে আসেন।

তিনি বলেন, এখন পর্যন্ত (বুধবার দুপুর) নবজাতকটির পরিচয় শনাক্ত করা যায়নি। কেউ নবজাতকের দাবি নিয়েও আসেনি।

তবে নবজাতকটিকে লালন-পালনের জন্য একাধিক ব্যক্তি যোগাযোগ করছেন বলে জানান এসআই বাচ্চু মিয়া।

 

Share this news on: