চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’

‘সম্পর্কের পুনর্নির্মাণ, সমৃদ্ধির দিকে ধাবমান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপি ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’। দুদিনব্যাপি এই উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

সোমবার চট্টগ্রাম সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হবে দুদিনব্যাপি উৎসবটি। চলবে ১৯ মার্চ পর্যন্ত। উৎসবে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক সাংবাদিক প্রতিনিধি অংশ নেয়ার কথা রয়েছে।

প্রথম দিনে থাকছে আনন্দ শোভাযাত্র, উদ্বোধনী অনুষ্ঠান, সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন, ক্যাম্পাস ট্যুর, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ওইদিন সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠবে। প্রথম দিনে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান।

দ্বিতীয়দিনে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এতে দুইটি লার্নিং সেশন, সম্মাননা, ক্যাম্পাস প্রতিনিধিদের মত-বিনিময়, কক্সবাজার ট্যুর ও সমাপনী অনুষ্ঠান।

 

টাইমস/এইচইউ

Share this news on: