ব্রাশফায়ারে নিহতদের ময়নাতদন্ত শেষ, তদন্ত কমিটি গঠন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত ছয়জনের ময়নাতদন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ বাঘাইছড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনার তদন্তে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি থেকে সড়কপথে পুলিশ ও বিজিবির পাহারায় ছয়টি মরদেহ খাগড়াছড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ময়নাতদন্ত শুরু হয়। বেলা সাড়ে তিনটার দিকে ময়নাতদন্ত শেষ হয়।

বাঘাইছড়ি থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, লাশগুলো বাঘাইছড়ি নিয়ে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া সোমবারের ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সন্ত্রাসীদের ধরতে সেনা, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চলছে।

মঙ্গলবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে ফলাফল ও সরঞ্জাম নিয়ে ফেরার পথে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ছয়জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার এবং মঙ্গলবার আরও দুজন মারা যান।

তদন্ত কমিটি গঠন

এই ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীকে কমিটির প্রথম প্রধান এবং রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মঙ্গলবার বিকালে এই কমিটি গঠন করেন। বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, তদন্ত কমিটিতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের রাখা হয়েছে। ১০ কর্মদিবসে কমিটি প্রতিবেদন দেবে।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024