গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকায় ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। যার প্রভাব পরে অনন্য রোডগুলোতে। গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় অফিস জনসাধারণ ও স্কুল-কলজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর জানান, ইন্ট্রামেক্স পোশাক কারখানার শ্রমিকরা তাদের তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরাতে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন কাজ করছে। শ্রমিকরা যাতে তাদের বকেয়া বেতন ভাতা পেতে পারে, সেই দাবি পূরণে বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: