সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

পিকআপভ্যানের ধাক্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম এমএমএইচ হৃদয়। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র। আহত হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হৃদয় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা হাটহাজারী-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা এ সময় নিরাপদ সড়কের দাবিতে টায়ার জালিয়ে স্লোগান দেন এবং জড়িতদের শাস্তির দাবি করেন।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি পিকআপভ্যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমএমএইচ হৃদয়কে ধাক্কা দিলে হৃদয় গুরুতর আহত হন। শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। এই বিক্ষোভে যান চলাচল কয়েক ঘণ্টা ধরে বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আহত ছাত্রকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: