কালিয়াকৈরে গ্যাসের আগুনে পুড়ল পাঁচ বসতঘর

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস লাইন ফুটো হয়ে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার সকালে কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, বুধবার সকালে ফায়ার সার্ভিস কর্মীদের কাছে খবর আসে পূর্ব চন্দ্রা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পৌঁছে। ফায়ার সার্ভিস সদস্যদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বসতঘরের পাশে থাকা তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: