কোম্পানিগঞ্জে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার ভোর চারটার দিকে বসুরহাট-ফেনী সড়কের বসুরহাট বাজারের ইসলামী ব্যাংকের সামনে এই  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বসুরহাট-ফেনী সড়কের আজমীর বেকারি সংলগ্ন হকার্স মার্কেটের নোমান ডিপার্টমেন্টাল স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে নোমান ডিপার্টমেন্টাল স্টোরসহ আয়েশা কনফেকশনারি, মাহতাব স্টোর, পপুলার ফার্মেসি ও প্রেমা স্বর্ণ শিল্পালয় পুড়ে যায়।

দোকান মালিকরা জানান, আগুনে তাদের দোকানগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শামসুল করিম জানান, রোববার সকালে বসুরহাটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে কোম্পানিগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: