মদের বিষক্রিয়ায় প্রাণ গেল দুই রাবি শিক্ষার্থী ও এক রুশ প্রকৌশলীর

মদের বিষক্রিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই কারণে অসুস্থ অবস্থায় আরও দুই রাশিয়ান নাগরিক এবং রুয়েটের এক শিক্ষার্থীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর ও রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ইফতে খায়ের আলম।

নিহতরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম রাফিদ খান ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তুর্য রায় এবং পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান প্রকৌশলী বেলি দিমেত্রি (৪১)।

রাফিদ দৌলতপুর থানার কবির আলম খানের ছেলে এবং তুর্য ডেমরারর ছোট রাউতরা গ্রামের পুর্ণেন্দ্র রায়ের ছেলে ।

এছাড়া অসুস্থ দুই রাশিয়ান নাগরিক মিশা (৪০) ও লেবাকে (৪৫) রাজশাহীর সিডিএমএ হাসপাতালে এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক হুমায়ুন কবীর জানান, প্রাথমিকভাবে জানা গেছে শনিবার রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকালে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ইফতে খায়ের আলম বলেন, ওই তিন রাশিয়ান নাগরিক শনিবার রাতে পাবনার ঈশ্বরদীতে মদ পান করেন। পরে গভীর রাতে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলি দিমেত্রিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই রাতেই মদপান করে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

ইফতে খায়ের বলেন, রাশিয়ান নাগরিকের মৃত্যু বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তারা অ্যলকোহল সেবন করেছিলেন। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কারণ তারা দুই জনে আলাদা মেসে থাকতো। তারা একত্রে মাদক নিয়েছে নাকি এর সঙ্গে অন্য কোন বিষয় জড়িত আছে এটি তদন্তের বিষয়।

তিনি আরও জানান, মদে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

 

টাইমস/জিএস/টিএইচ/এইচইউ

Share this news on: