দ্বিতীয় দিনেও চবির শাটল ট্রেন বন্ধ, ক্লাস পরীক্ষা স্থগিত

প্রক্টরের পদত্যাগসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে পূর্ব নির্ধারিত ক্লাস-পরীক্ষা।

সোমবার সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় রুটে কোন কোনো শাটল ট্রেন চলাচল করেনি।

চট্টগ্রাম স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ৩১ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পাঁচটি হলে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। পরদিন ১ এপ্রিল আবারও বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের এক পক্ষের ছয় কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়।

পরবর্তীতে অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া ছাত্রলীগের এক পক্ষ।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্মঘট 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

 

টাইমস/টিএইচ

Share this news on: