ইঞ্জিনে ত্রুটি: ঢাকার ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ

সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, সোমবার বিকালে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করে ৭৩৭-৮০০ মডেলের বোয়িং বিমানটি। বিমানটির অবতরণে কোনো সমস্যা হয়নি এবং যাত্রীরাও সব নিরাপদে রয়েছে।

শাকিল মেরাজ বলেন, ‘সিঙ্গাপুর থেকে আসা বিমানটির বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল। ইঞ্জিনে সমস্যার সংকেত পেয়ে পাইলট সেটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।’

বিজি-০৮৫ ফ্লাইটটি ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক খাইরুল কবীর।

তিনি বলেন, বিমানটির বাম পাশের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল।

শাকিল মেরাজ বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ওই বিমানে থাকা ৯৯ জন যাত্রী নিরাপদে রয়েছেন।’

ওই ফ্লাইটের যাত্রীদের বিকল্প বিমানে ঢাকায় আনা হচ্ছে বলে শাকিল মেরাজ জানান।

 

 

টাইমস/এসআই

Share this news on: