খুলনায় জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা

জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ প্রদানসহ ১৫ দফা দাবিতে ১৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জ্বালানি তেল ব্যবসায়ীরা।

খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলার সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা এই ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট চলাকালে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।

১৫ দফা দাবির মধ্যে আরও রয়েছে- জ্বালানি তেল বলাকা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান? বিষয়টি সুনির্দিষ্ট করতে হবে, প্রিমিয়াম পরিশােধ সাপেক্ষে ট্যাংকলরী শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন করতে হবে, ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি করতে হবে, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পেট্রোল পাম্পের অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করতে হবে, সড়ক ও জনপথ বিভাগে কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল করতে হবে।

খুলনা জ্বালানি তেল পরিবেশক সমিতির অফিস সচিব সরোজ দাস পিন্টু জানান, ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলার সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়, যা পরে মন্ত্রণালয়কে অবহিত করা হয়।

মন্ত্রণালয় চিঠি পেয়ে তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার জন্য দশজনের নামের তালিকা চেয়ে পাঠালেও পরে আর কোন আলোচনাই হয়নি। ৩০ মার্চ আবারও বৈঠকে বসেন তেল ব্যবসায়ীরা। বৈঠকে ১৬ এপ্রিল থেকে তেল উত্তোলন বিপণন ও সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: