৭ বার স্নাইপারের টার্গেটে রাহুল, গুপ্তহত্যার শঙ্কা

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী স্নাইপারের টার্গেটে পরিণত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

বুধবার উত্তর প্রদেশের আমেথিতে দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তার মাথায় সাতবার লেজারের আলো পড়তে দেখা যায়। যাকে কংগ্রেস স্নাইপারের লেজার বলে দাবি করেছেন।

এ ঘটনার পর গুপ্তহত্যার আশঙ্কা প্রকাশ করে রাহুল গান্ধীর নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছে কংগ্রেস।

চিঠিতে বলা হয়েছে, সম্ভবত কোনো স্নাইপারগান থেকে রাহুল গান্ধীকে নিশানা করা হয়েছিল। বুধবার অ্যামোঠিতে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সবুজ রঙের একটি লেজার সরাসরি রাহুলের কপাল লক্ষ্য করে সাতবার ফেলা হয়। তাই আমরা আশঙ্কা করছি গুপ্তহত্যাকারীদের টার্গেটে পরিণত হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। আমরা তার নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছি।
তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসের কাছ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে।

এর আগে গুপ্তঘাতকরা দলটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীকে হত্যা করে।

 


টাইমস/এমএএইচ/এসআই

Share this news on: