জামাইয়ের সুদের বকেয়ায় প্রাণ গেল শ্বশুরের

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সুদের বকেয়া ১০০ টাকা পরিশোধ না করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার উপজেলার জয়নাকান্দা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আজিজুল হক (৬৫)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুল ইসলাম বাদী হয়ে সাত জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, জয়নাকান্দা গ্রামের আজিজুল হকের মেয়ের জামাতা ফরিদ মিয়া প্রায় দুই বছর আগে একই গ্রামের রহিম বাদশার ছেলে দাদন ব্যবসায়ী নছিমন চালক লালু মিয়ার কাছ থেকে সুদ দেওয়ার কথা বলে এক হাজার টাকা ঋণ নেয়। দেড় বছর পর একশ টাকা কম দিয়ে লালুকে সুদসহ আসল টাকা পরিশোধ করেন ফরিদ মিয়া।

এরপর শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি প্রাইভেট কোম্পানির চাকুরীতে যোগদান করে ঐখানে বসবাস করতে থাকেন ফরিদ মিয়া। কিন্তু সুদের বকেয়া একশ টাকা পরিশোধের জন্য ফরিদকে মুঠোফোনে প্রায়ই চাপ সৃষ্টি করত লালু মিয়া। পহেলা বৈশাখের ছুটি নিয়ে শ্বশুর আজিজুল হকের বাড়িতে ফরিদ বেড়াতে এসেছে এ খবর শুনে লালু মিয়া ও তার বন্ধু সোহাগ সেখানে যায়। বাড়িতে গিয়ে সুদের বকেয়া একশ টাকা পরিশোধের জন্য ফরিদকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন লালু ও সোহাগ। এসময় ফরিদের শশুর আজিজুল হক এগিয়ে এসে লালু ও সোহাগকে গালিগালাজ না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুল হককে এলোপাথাড়ি কিল ঘুষ মারে লালু ও সোহাগ। এতে আজিজুল হক মাটিতে লুটিয়ে পড়ে।

পরে বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আজিজুলকে আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মাহবুব আলম জানান, হাসপাতালে আনার আগেই আজিজুল হকের মৃত্যু হয়েছে। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024
img
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম Apr 19, 2024
img
‘যারা নুন-ভাতের চিন্তা করতে পারত না তারা মাছ-মাংসের চিন্তা করে’ Apr 19, 2024
img
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম Apr 19, 2024
img
ঢাকাসহ ৬ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস Apr 19, 2024
img
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য Apr 19, 2024