ময়মনসিংহে অবৈধ মার্কেট উচ্ছেদে অভিযান

ময়মনসিংহ শহরে একটি অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার নিজস্ব জায়গায় নির্মিত ওই মার্কেট ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।

অবৈধ এ মার্কেট ভবনটির মালিক কামরুল হাসান উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, সংশ্লিষ্ট মার্কেটের মালিককে একাধিকবার ভবন সরিয়ে নিতে লিখিত নোটিশ ও মৌখিকভাবে জানানো হলেও তিনি অবৈধ এ মার্কেট সরাননি। ভবনটির পাশেই পদস্থ সরকারি কর্মকর্তাদের আবাসন এলাকা অনন্যা হাউজিং সমিতির পক্ষ থেকেও ভবনের মালিককে মার্কেট সরিয়ে নিতে অনুরোধ করা হয়। কিন্তু কোনো কাজ হয়নি। ফলে মঙ্গলবার সিটি করপোরেশন অভিযান চালিয়ে অবৈধ এ মার্কেট গুঁড়িয়ে দিয়েছে।

প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী প্রকৌশলী মো. জহুরুল হকসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

টাইমস/এসআর

Share this news on: