স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে গলা কেটে হত্যা

সিলেটের কানাইঘাটে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় প্রেমিককে নিয়ে ফারুক আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে তার স্ত্রী। হত্যার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ কথা স্বীকার করেছে স্ত্রী। স্বীকারোক্তিতে স্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে সেফটিক ট্যাংকির ভিতর থেকে স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে রোববার রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খণ্ড গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমদের স্ত্রী ৪ সন্তানের জননী হোসনা বেগমের (২৮) সাথে তার স্বামীর চাচাতো ভাই প্রতিবেশী মোস্তফার (২৭) পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি বুঝতে পেরে ফারুক আহমদ স্ত্রী হোসনা বেগমকে পরকীয়ায় বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসনা ও তার প্রেমিক মোস্তফা মিলে স্বামী ফারুককে খুন করার পরিকল্পনা করে।পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে ফারুক আহমদ ঘুমিয়ে গেলে স্ত্রী হোসনা বেগম, প্রেমিক মোস্তফা ও তাদের সহযোগীরা মিলে বসত ঘরের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ফারুককে গলা কেটে হত্যা করে। হত্যা করার পর তার লাশ পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের সেফটিক ট্যাংকিতে ফেলে দিয়ে মুখ ঢেকে রাখে।

দুইদিন ধরে ফারুক ফারুক আহমদের কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে ফারুক আহমদের চাচা সমছুল হক কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর বিষয়টি খতিয়ে দেখতে কানাইঘাট থানার এসআই সুরঞ্জিতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে ফারুক আহমদের বসত ঘরে ঢুকে দেখতে পান তার বিছানার খাটের ওপর রক্তের দাগ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, ঘরের মেঝেতেও রক্তের দাগ ও পায়ের চিহ্ন পেয়ে তিনি তার স্ত্রী হোসনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর হোসনার জবানবন্দী অনুযায়ী বুধবার ভোরে সেফটিক ট্যাংকির ভিতর থেকে ফারুক আহমদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আব্দুল আহাদ জানান, ফারুক আহমদকে তার স্ত্রী হোসনা বেগম ও তার পরকীয়া প্রেমিক মোস্তফা মিলে গলা কেটে করে হত্যা করেছে। এ ঘটনায় স্ত্রী হোসনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত মোস্তফাসহ তার সহযোগীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় এ হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024