মিয়ানমারে বাংলাদেশ বিমান দুর্ঘটনায় পাইলটসহ ৩০ যাত্রী আহত  

মিয়ানমারে বৈরী আবহাওয়ার কারণে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে পাইলটসহ ৩০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

মিয়ানমার টাইমস জানিয়েছে, উড়োজাহাজটি S2-AGQ- Bombardier Dash 8Q400 মডেলের। পত্রিকাটির প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, রানওয়ে থেকে ছিটকে পড়ে আছে বিমান বাংলাদেশের উড়োজাহাজটি।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ১৫ জনকে স্থানীয় নর্থ ওকালাপা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারো অবস্থাই গুরুতর নয়। 

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএমপিআর শাকিল মেরাজ জানিয়েছেন, ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের একটি ফ্লাইট বিজি ০৬০ বিকাল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

বিমানটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী ছিলেন। 

 

মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

 

টাইমস/জেডটি

Share this news on: