রোজার ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন চালু

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে যোগাযোগ নির্বিঘ্ন করতে এবার রোজার ঈদের আগে ও পরে ১২ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ঈদের আগে ৭ দিন এবং পরে ৫ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে। যাতে জ্বালানির সমস্যা না হয়। প্রতিবারই এটি করা হয় বলে সচিব জানান।

সাধারণত সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ঈদের পাঁচ দিন পর থেকে আবারও আগের নিয়মে দিনে চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

সভা শেষে সচিব জানান, ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ট্রাক ও কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকলেও অন্যান্য বছরের মতই নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালবাহী বাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

 

টাইমস/এসআই

Share this news on: