মেহেরপুরে গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার জানাজা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী  

 

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে মুক্তিযোদ্ধা মো. নাজিমুদ্দিনের পুলিশের গার্ড অব অনার ছাড়াই জানাজা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগপাড়া কবরস্থানে তার জানাজাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোতে ঘাটতি থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে থানা-পুলিশকে একাধিকবার জানানো হলেও তারা যথাসময়ে গার্ড অব অনার প্রদান করতে পারেনি।

মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আবু হেলাল বলেন, মো. নাজিমুদ্দিন একজন মুক্তিযোদ্ধা। তিনি দেশের মানুষের মুক্তির জন্য জীবনবাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধার বিদায়বেলায় তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে না, এটি খুব দুঃখের বিষয়।

এ ব্যাপারে গাংনী উপজেলার চেয়ারম্যান এম এ খালেক বলেন, মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিনের জানাজাতে পুলিশের গার্ড অব অনার না দেওয়াকে কেন্দ্র করে জানাজাতে অংশ নেওয়া এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। আগত লোকজন পুলিশ ও উপজেলা প্রশাসনকে দায়ী করেন। পরে তিনি তাদের এ বিষয়ে উত্তেজিত না হতে অনুরোধ করেন।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিনের মরদেহ উপজেলা প্রশাসন থেকে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো হয়েছে। ফুল দিয়ে সম্মান জানানো হয়। পুলিশকে তিনি নির্দেশ দিয়েছিলেন গার্ড অব অনার দেওয়ার জন্য। তবে থানার ওসি হরেন্দ্র নাথ সরকার ছুটিতে থাকায় ঠিক সময়ে পুলিশ জানাজাতে যেতে পারেনি।

 

টাইমস/জেডটি

Share this news on: