রাজশাহীতে ১০ ফার্মেসিকে ৮ লাখ টাকা জরিমানা  

রাজশাহী নগরীতে ১০টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল সংলগ্ন লক্ষ্মীপুর মোড়ে রয়েল ফার্মেসি, জামান ফার্মেসি, আল-নূর ফার্মেসি, ওল্ড রাজশাহী ফার্মেসি, ট্রিপিক্যাল ফার্মেসিসহ ১০টি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় এইসব ফার্মেসিকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দোকানগুলোতে অনুমোদনহীন ও নিষিদ্ধ খাদ্য সহায়ক (ফুড সাপ্লিমেন্ট), যৌন উত্তেজক ট্যাবলেট, সরকারি ওষুধ ও নির্দিষ্ট তাপমাত্রার বাইরে রাখা ইনজেকশনসহ মেয়াদোত্তীর্ণ আরও বেশকিছু ওষুধ জব্দ করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: