ফটিকছড়িতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে আবুল মনছুর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার রাতে উপজেলার বখতপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মনছুর বখতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়া বাড়ীর মুহাম্মদ মিয়ার পুত্র।

আহতরা হলেন, নিহতের চাচা জহুর ছাপা (৭৫), ভাই মুহাম্মদ আকবর (৩৫) ও ভাতিজা মুহাম্মদ রুমান (২৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, বখতপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুমির স্বামী বাবু এবং তার সহযোগী মোহাম্মদ ফিরোজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার বিকালে শান্তিরহাট বাজারে দু-পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে বাবু ও ফিরোজ নিহত আবুল মনছুরকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আখতার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমি নিয়ে বিরোধে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: