রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘ছিনতাইকারী’ নিহত

রাজধানীর হাজারীবাগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার রাত পৌনে ৩টার দিকে হাজারীবাগ মধুসিটির কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

নিহতরা হলেন- মনির (৪৫) ও গিয়াস (৩৩)। তারা দুজনেই পেশাদার গাড়ি চালক।

র‌্যাবের দাবি, নিহতরা একটি কাভার্ডভ্যান ছিনতাইকারী।

পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে, শ্রীমঙ্গল থেকে চা-পাতা ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাই করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পথে সেটিকে থামানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নয় টন চাসহ ছিনতাই হওয়া ওই কভার্ডভ্যানের পাশাপাশি একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ থানার এসআই আব্দুল হান্নান বলেন, নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: