“পুরুষ মগজ সামলে রাখো”

“রাতের বেলা পথে নামলেই

বেশ্যা বলে ডাকো।

বেশ্যা তোমার মগজ,

পুরুষ মগজ সামলে রাখো।”

সম্প্রতি রাজধানীর রামপুরায় পুলিশ চৌকিতে এক নারীকে হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার রাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। সেই সমাবেশে অন্য অনেক স্লোগান সংবলিত প্ল্যাকার্ড সাথে এই প্লাকার্ডটিও দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে স্লোগান লেখকের নাম পরিচয় জানা যায়নি।

এ সমাবেশে অনেক পুরুষও সংহতি প্রকাশ করেন।

এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক তারিক হাসান বলেন, “রাতের বেলা একজন নারী বাইরে বের হতেই পারেন। এটা তার ব্যক্তিগত অধিকার। নারী রাতে বের হলেই তাকে বেশ্যা ভাবা অনৈতিক এবং অমানবিক। আর পুলিশ কর্তৃক নারী হয়রানির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইসাবা তাসনিম বলেন, “নারীর চলার স্বাধীনতা রয়েছে। হোক রাত বিরাত। তার অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর। মাথা উঁচু করে বাঁচার।”

প্রসঙ্গত, ২২ অক্টোবর রাত ২টার দিকে পুলিশ সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রীকে হয়রানি করেন।

সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা তরুণীকে নানা আপত্তিকর কথা বলছেন। তাকে অপমান করছেন।

এ ঘটনায় পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

Share this news on: