ওসি মোয়াজ্জেমের আগাম জামিন আবেদন

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন। তার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

বুধবার একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে ২৭ মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান কীভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন ওসি মোয়াজ্জেম হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দাখিলের পর অনুলিপি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। ঈদের পর জামিনসংক্রান্ত বিষয়াদি শুনানির জন্য অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বসবেন।

 

টাইমস/এসআই

Share this news on: