আড়ংকে জরিমানা: ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তার বদলি, ফেসবুকে সমালোচনার ঝড়

সাত দিনের ব্যবধানে একটি পাঞ্জাবির দাম দ্বিগুণ রাখার দায়ে পোশাকের নামি ব্র্যান্ড আড়ংয়ের উত্তরা শোরুমকে সোমবার চার লাখ টাকা জরিমানার কয়েক ঘণ্টার মধ্যে বদলি করা হলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই কর্মকর্তার বদলির আদেশ হয়। তবে কেন তাকে আচমকা বদলি করা হলো তার কোনো ব্যাখ্যা মন্ত্রণালয় দেয়নি।

উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব পদমর্যাদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ঢাকার উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদফতর, খুলনা জোনে ন্যস্ত করা হলো। আগামী ১৩ ‍জুন তাকে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। নতুন কর্মস্থলে যোগ না দিলে ১৩ জুন বিকালে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

তবে এ নিয়ে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেন একজন কর্মকর্তাকে এভাবে বদলি করা হলো? আড়ংয়ের মতো প্রভাবশালী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করার কারণেই তাকে বদলি? –এসব নানা প্রশ্নে রেখে ফেসবুকে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির প্রজ্ঞাপন শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

মুনমুন শারমিন শামস নামে একজন লিখেছেন, ‘অন্যায় ও অনৈতিক কাজ করতেছে কি না সেটা মনিটর করা যার দায়িত্ব, তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে আসতেছিলেন বলে ২৪ ঘণ্টার নোটিশে পানিশমেন্ট বদলি পাইছেন। ব্যাপার না, মাইরা তো আর দেয় নাই। ওই দেশে না মরলে বাকি সব ঠিক আছে, ভাগ্যের ব্যাপার। এই দেশে সৎ লোক ক্যান থাকবে, ক্যান দেশ ছেড়ে ভাগবে না, কারণটা কি কেউ বলে দিবেন আমারে?’

বয়কট আড়ং হ্যাশট্যাগ দিয়ে আহসান রনি নামে একজন লিখেছেন, ‘আমরা সাধারণ জনগণ যদি এই ন্যূনতম প্রতিবাদটুকুও না করি তবে ভবিষ্যতে হয়তো আর কোনো সরকারি কর্মকর্তাই আমাদের মত সাধারণ ভোক্তাদের অধিকার নিশ্চিতে এতটা নিবেদিত হয়ে কাজ করার সাহস করবেন না বা আগ্রহ পাবেন না।’

সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়ংকে নগদ টাকা জরিমানা ও একদিনের জন্য বন্ধের নির্দেশের একদিন না পেরোতেই বদলির আদেশ। অন্ধের দেশে নিজেকেই কষ্ট করে চশমা পরে চলতে হবে। আজীবন আড়ং বয়কট করলাম।’

মাহবুব আলম লাভলু নামে একজন লিখেছেন, ‘৬০০ টাকার কাপড়ের জামায় দরিদ্র নারীদের দিয়ে হাতের কাজ করিয়ে বিক্রি করা হয় ৬০০০ টাকা। আর নারীদের হাতের কাজের মজুরি দেয়া হয় ১০০ টাকা। বাটপারি প্রতিষ্ঠান আড়ংকে না বলুন।’

কমরেড খন্দকার নামে এক প্রবাসী লিখেছেন, ‘আড়ংকে জরিমানা করা কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যেই খুলনায় বদলির আদেশ। আইন তুমি কার জন্য কাজ করো!’

পাবেল রহমান নামে একজন লিখেছেন, 'কাল ঈদ করতে বাড়ি যাব, তার আগে আসাদ গেটের আড়ংয়ের সামনে এক মিনিট নিরবে দাঁড়িয়ে ঘৃণা প্রদর্শন করবো। এ আমার প্রতিবাদ। মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি বাতিল না হওয়া পর্যন্ত বর্জন করলাম আড়ং।’

হাবিব রহমান লিখেছেন, ‘ট্রাজেডি হলো আড়ং ক্ষমতা দেখাতে গিয়ে আলটিমেটলি ফেঁসে গেল। ভ্রাম্যমাণ আদালতকে কয়েক ঘণ্টার মধ্যেই দেখিয়ে দিয়েছে আড়ং। আর আড়ংকে দেখিয়ে দিচ্ছে সাধারণ মানুষ। জনতার রায়ে আড়ং এর ভবিষ্যৎ অন্ধকার দেখছি। ক্ষমতা থাকলেই অপব্যবহার করতে হয় না ব্রো! এবার সামলাও!’

প্রসঙ্গত, সোমবার দুপুরে আড়ংয়ের উত্তরা শাখায় অভিযান চালিয়ে সাত দিনের ব্যবধানে একই পণ্যের দাম প্রায় দ্বিগুণ রাখায় ওই জরিমানা করেন মঞ্জুর শাহরিয়ার। একইসঙ্গে আড়ংয়ের শাখাটিকে ২৪ ঘণ্টা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। পরে আড়ং ভুল স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিলে রাত সাড়ে ৮টার দিকেই খুলে দেয়া হয় আড়ংয়ের শাখাটি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024