প্রার্থীদের আপিলের সুযোগ তিন দিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

অন্যদিকে আপিলের শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

আর নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করেন তাহলে প্রার্থী আদালতেও যেতে পারেন।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৮ নভেম্বর। রোববার ছিল মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন।

Share this news on: