৩০ দিনের ছুটি শেষে খুলেছে শাবি

গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দীর্ঘ ৩০ দিনের ছুটি শেষে রোববার খুলেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের ছুটি শেষে শিক্ষার্থীরা ইতিমধ্যেই আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং ২২ মে হতে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত সব অফিস কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে, শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা এবং অফিস কার্যক্রম শুরু হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: