রাজশাহী সীমান্ত থেকে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার

রাজশাহী সীমান্ত দিয়ে পাচারকালে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী দলের কাউকে আটক করতে পারেননি বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রোববার ভোররাতে বিজিবির রাজশাহীর চারঘাটের ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

অন্যদিকে শনিবার রাত ২টার দিকে বিজিবির পবা উপজেলার চরমাজারদিয়া সীমান্ত ফাঁড়ির একটি দল হারুপাড়া নামক এলাকায় টহলে যায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল ফেলে পালিয়ে যায় পাচারকারী দল। পরে সেগুলো উদ্ধার করে বিজিবি।

তিনি আরও জানান, উদ্ধার মোট ৪৬০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৮৪ হাজার টাকা। ফেনসিডিলগুলো বিজিবি সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরবর্তী সময়ে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: