রাজশাহীতে শ্বশুরবাড়ির ‘সম্মান’ না পেয়ে জামাতার আত্মহত্যা!

শ্বশুরবাড়ির লোকজন অন্য জামাতাদের মতো উপযুক্ত সম্মান দিয়ে দাওয়াত না দেয়ায় বিষ পান করে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।

রাজশাহীর বাগমারা উপজেলায় রোববার সন্ধ্যার এ ঘটনায় সোমবার একটা অপমৃত্যুর মামলা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম আলাউদ্দিন (৪১)। তিনি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এলাকার রীতি অনুসারে প্রতিবছর আমের মৌসুমে জামাতাদের নিমন্ত্রণ করে আম ও চিড়া খাওয়ানো হয়।

এই সময় উপহার হিসেবে জামাতাদের নতুন পোশাকও দেওয়া হয়। যুগ যুগ ধরে বাগমারা এলাকায় এই প্রথা চলে আসছে।

রোববার আলাউদ্দিনের শ্বশুরবাড়িতে জামাতাদের আম ও চিড়া খাওয়ানোর আয়োজন করা হয়। এর আগে আলাউদ্দিনকেও নিমন্ত্রণ জানান শ্বশুরবাড়ির লোকজন।

তবে আলাউদ্দিন অভিযোগ করেন, শ্বশুরবাড়ির সদস্যরা অন্য জামাতাদের যেভাবে দাওয়াত দিয়েছেন, ততটা সম্মানের সঙ্গে তাকে দাওয়াত দেননি।

এ নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যের হয় তার। এরপর ক্ষোভে রোববার সন্ধ্যায় তিনি বিষপান করেন।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলাউদ্দিন মারা যান।

বাগমারা থানার এসআই নিয়ামুল হোসেন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on: