নোয়াখালীতে আট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবিতে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে নোয়াখালীর ৮টি পৌরসভার কয়েকশত কর্মকর্তা-কর্মচারী।

মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচী পালিত হয়। এতে জেলার বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের অনেক পৌরসভায় কর্মরতরা ২-৫৬ মাস পর্যন্ত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রত্যেক পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দিয়ে আসলেও সরকারিভাবে এসব কর্মকর্তা-কর্মচারীদের কোনো ব্যবস্থা করছে না। ফলে বছরের পর বছর অনেকের পরিবার না খেয়ে না পরে দিনাতিপাত করছে। তাই অবিলম্বে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি জাকের হোসেন, সহ-সভাপতি সুজিত বড়ুয়া, আবদুল কাইয়ুম, শ্যামল কুমার দত্ত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা, দপ্তর সম্পাদক মো. আবদুল হালিম মিলন প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: