চট্টগ্রামে সিম দেয়ার নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

নিম্ন আয়ের মানুষদের কম দামে সিম দেয়ার নামে আঙুলের ছাপ নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মুক্তার আহমেদ মুন্না (২৭)। সে কক্সবাজার রামু থানার সিরাজুল হকের ছেলে। সে নগরের পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা সম্পন্ন করেছে।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না পুলিশকে জানিয়েছে রিকশা চালক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষজনকে কম দামে সিম দেয়ার কথা বলে আঙুলের ছাপ নিতো সে। কিন্তু দিন, সপ্তাহ ও মাস পেরিয়ে গেলেও সিম পেত না নিম্ন আয়ের এসব মানুষজন। সে সিম তোলে বেশি দাম দিয়ে অন্য জায়গায় বিক্রি করে দিতো।

ওসি আরও জানান, মঙ্গলবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: