সিলেটে নিখোঁজের ৫৩ ঘণ্টা পর ভেসে উঠল বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ জিরো পয়েন্টের সাদা পাথর এলাকায় বেড়াতে গিয়ে নিখোঁজ হাসানুর রহমান আবিরের মরদেহ প্রায় ৫৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় ভোলাগঞ্জ জিরো লাইনের বিজিবি ক্যাম্প থেকে ২০০ গজ পশ্চিমে ধলাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবির সিলেট নগরীর চৌকিদেখি মজুমদারী এলাকার আব্দুল মতিনের ছেলে। সে সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিল।

আবিরের সহপাঠীরা জানান, রোববার দুপুরে ৮ বন্ধু মিলে সাদা পাথরে ঘুরতে যায়। এরপর ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান সাঁতার না জানা আবির। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান চালালেও আবিরকে উদ্ধার করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় আবিরের মরদেহ নদীতে ভেসে ওঠে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: