পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চারজন গ্রেপ্তার

‘পদ্মা সেতু তৈরিতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ সামাজিক মাধ্যমে এমন গুজব ছড়ানোর অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে তাদের সবাইকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এএসপি মিজানুর রহমান জানান, নড়াইল থেকে র‌্যাব-৬ শহীদুল ইসলাম (২৫) নামে এক তরুণকে, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭, আর মৌলভিবাজার থেকে র‌্যাব-১১ এর সদস্যরা ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

টাইমস/জেডটি

Share this news on: