দেশের সব আদালতে নিরাপত্তা বাড়াবে সরকার: আইনমন্ত্রী

কুমিল্লায় আদালতে এক আসামির হাতে আরেক আসামি খুনের প্রেক্ষাপটে আইনমন্ত্রী বলেছেন, সারা দেশে আদালতের নিরাপত্তা বাড়ানো হবে।

সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে মঙ্গলবার আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।  

আইনমন্ত্রী বলেন, জেলা প্রশাসন বিষয়ে হাইকোর্টে হওয়া মামলা ত্বরিত নিষ্পত্তির জন্য ৫-৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের সমন্বয়ে দল করে দেয়া হবে। তারা ৬৪ জেলার সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ রাখবেন। এতে করে মামলার ত্বরিত নিষ্পত্তির ব্যবস্থা হবে।

এ ছাড়া সরকারি কৌঁসুলিদের (পিপি, এপিপি) বেতনের আওতায় আনার জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

জেলা প্রশাসকেরা ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারার ক্ষমতা তাদের দেয়ার জন্য প্রস্তাব করেছিলেন।

‘এটা এখন হবে না। এটা করতে হলে আইন সংশোধন করতে হবে। যেহেতু আইন সংশোধন করতে হবে, তাই এটা এখনই হবে না। আলাপ-আলোচনার মাধ্যমে দেখা যাবে এটা প্রয়োজন আছে কি না’- আইনমন্ত্রী বলেন।

 

টাইমস/এসআই

Share this news on: