জি এম কাদের দলের নতুন চেয়ারম্যান: জাপা মহাসচিব

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির হাল ধরার দায়িত্ব দেয়া হয়েছে তার ছোট ভাই জিএম কাদেরকে।

বৃহস্পতিবার বনানীতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ আনুষ্ঠানিকভাবে জি এম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করেন। বর্তমানে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে জাপা।

মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ০/১ ক ধারা অনুযায়ী হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে বলে গেছেন, তার অবর্তমানে জি এম কাদের দলের চেয়ারম্যান হবেন। আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, জি এম কাদেরই আজ থেকে দলের চেয়ারম্যান৷

সংবাদ সম্মেলনে এরশাদের স্ত্রী ও দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদকে দেখা যায়নি। তবে নতুন চেয়ারম্যান জি এম কাদের এ সময় মহাসচিবের পাশেই ছিলেন।

সাবেক জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

টাইমস/এসআই

Share this news on: