প্রাণে বেঁচে গেলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

লঞ্চ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় এমভি পারাবত-১১ নামে একটি লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমভি সুন্দরবন-১০। এ সময় লঞ্চটিতে প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী ছিলেন।

বুধবার মাঝ রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার সকালে নিরাপদেই বরিশাল পৌঁছায় সুন্দরবন-১০।

সুন্দরবন-১০ লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, ‘বুধবার রাতে ঢাকা থেকে যাত্রী নিয়ে সুন্দরবন-১০ ও পারাবত-১১ লঞ্চ দু’টি বরিশালের উদ্দেশে রওনা হয়। মাঝরাতে হিজলার মিয়ারচর এলাকায় আমাদের লঞ্চের পেছনে সজোরে ধাক্কা দেয় পারাবত-১১। এতে সুন্দরবন-১০ লঞ্চের  ইঞ্চিনরুম সংলগ্ন ৫০ ফুট বডি দুমড়ে-মুচড়ে গেছে। তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। এ বিষয়ে বিআইডব্লিএ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।’

পারাবত-১১ লঞ্চের মাস্টার শামীম দাবি করেছেন, লঞ্চের গতি কমই ছিল। তবে পানির স্রোত বেশি ও সুন্দরবন-১০ লঞ্চটি হঠাৎ গতি কমিয়ে দেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

‘আমরা উভয় লঞ্চের মাস্টারের বক্তব্য শুনেছি। এ ঘটনায় মেরিন আইনে মামলা হবে’- বলেন বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

 

টাইমস/এসআই

 

Share this news on: