রাজশাহীতে ১৩ হাজার শিক্ষার্থীর ফল পুনঃনিরীক্ষণের আবেদন

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ১৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। বিভিন্ন বিষয়ে তারা পরীক্ষার ৩৪ হাজার ৭১৫টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামানিক জানান, এ বছর ১৩ হাজার ৮২ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ৩৪ হাজার ৭১৫টি খাতা চ্যালেঞ্জ করেছে।

তিনি বলেন, এবছর বেশি শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছে ইংরেজির দুই বিষয়ে। এর মধ্যে ইংরেজি প্রথমপত্রে আবেদন পড়েছে ৫ হাজার ২৬২টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য। আর ইংরেজি দ্বিতীয়পত্রে ৪ হাজার ৬২২টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। আগামী ১০ আগস্ট এর ফলাফল প্রকাশ করা হবে।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ৭২৯ শিক্ষার্থী।

 


টাইমস/এইচইউ

Share this news on: