ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ২৪ ডেঙ্গু রোগী

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬ ডেঙ্গু রোগী।

মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, ডেঙ্গু রোগীদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ৫টি ইউনিটে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গু রোগীদের বিনামূলে রক্ত পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভর্তিকৃতদের কেউই ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। রাজধানী ঢাকায় তারা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমদ জানান, ডেঙ্গু রোগীদের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডগুলোয় ডেঙ্গু রোগীদের সাদা মশারির ব্যবস্থা করা হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।


টাইমস/এইচইউ

Share this news on: