রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সভাপতি অবরুদ্ধ

দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতিকে কক্ষে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিভাগের সভাপতি আবদুল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে তার কক্ষের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনও ফল প্রকাশ করছে না বিভাগ। ফল প্রকাশ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।

পরে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, আমরা জরুরীভাবে একাডেমিক কমিটির সভায় বসেছি। সভা শেষে পরবর্তী পদক্ষেপ জানাবো।

 


টাইমস/এইচইউ

Share this news on: