গাজীপুরে চক্রাকার বাস সার্ভিস চালু

গাজীপুর শহরে ‘তাকওয়া পরিবহনের’ ৩০টি বাস নিয়ে চক্রাকার বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে এ সার্ভিসের উদ্বোধন করেন।

চক্রাকার বাসগুলো গাজীপুর মহানগরের শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেইট হয়ে আবার শিববাড়িতে পৌঁছাবে বলে জানান গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার।

তিনি আরও জানান, আগামী ৭ দিন এ সার্ভিস রিভিউ করা হবে। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী স্টপেজ, বাস সংখ্যা, কাউন্টারের ব্যবস্থা করা হবে।

পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, নগরীর মহাসড়কে অটো চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া স্বল্প দূরত্বে যাত্রীদের চলাচলের তেমন বাস নেই। এ জন্য বিকল্প যান হিসেবে ‘তাকওয়া পরিবহনের’ ৩০টি বাস চক্রাকার বাস সার্ভিসে যোগ করা হয়েছে। এতে অল্প ভাড়ায় যাত্রীরা স্বল্প দূরত্বে যাতায়াত করার সুবিধা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপ-কমিশনার আরিফুর রহমান, শরীফুর রহমান, বাসন্তী থানার ওসি একে কাউসার আহমেদ চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ