সিলেট-১ আসনে প্রচারণায় ব্যস্ত ড. মোমেন

প্রথমবারের মত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. এ কে আবদুল মোমেন। সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। 
 
দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন দীর্ঘ দিন থেকে নগরীতে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও নগরীর সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন তিনি। বিশেষ করে নির্বাচনে প্রার্থী হাওয়ার পর থেকে তিনি নগরীতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। নিয়মিত দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ করে যাচ্ছেন। এছাড়াও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বাড়াচ্ছেন তিনি।
 
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর মিরবক্সটুলার নয়াসড়ক এলাকায় গণসংযোগ, ১২টায় নগরীর একটি হোটেলের হলরুমে সিলেটের ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময়, বিকেল ৪টায় নগরীর ১৯নং ওয়ার্ডে মহিলা সমাবেশ, বিকেল সাড়ে ৫টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ১০টি গণসংযোগ টিমের সঙ্গে মতবিনিময়, সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর যুবলীগের কর্মিসভায় যোগদান, সন্ধ্যা ৭টায় নগরীর কাজলশাহ এলাকায় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জনসভা, রাত ৮টায় ৪নং ওয়ার্ডের মজুমদারী এলাকায় নির্বাচনী সভা, রাত ৯টায় ব্রাহ্মশাসন নয়াবাজার এলাকায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন ড. মোমেন।
 
এ সময় সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী মোমেন বলেন, দেশে উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা। বিগত ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস, বোমাবাজি, হরতাল-অবরোধ তথা নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করেছে।
 
তিনি বলেন, মানুষ এখন আর সন্ত্রাস-বোমাবাজি চায় না। তাই, শান্তি ও উন্নয়নের পক্ষে আগামী ৩০ ডিসেম্বর জনরায় দিয়ে নৈরাজ্য সৃষ্টিকারিদের প্রত্যাখ্যান করবে এদেশের জনগণ।
 
ড. মোমেন বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, দেশে সুশাসন ও উন্নয়ন দেখে একটি মহল জনমনে ভীতির সঞ্চার ও বিভ্রান্ত করে জনগণকে ভোটের উৎসব থেকে বঞ্চিত করতে চায়। ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন কিছু নেতা দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে তাদের নীলনকশা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছেন।
 
এসব মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ তথা মহাজোটকে বিজয়ী করতে সিলেট-১ আসনের নাগরিকদের প্রতি আহবান জানান এ কে আব্দুল মোমেন।
 
এর আগে মঙ্গলবার সকালে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়িতে মণিপুরি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন, বেলা ২টায় নগরীর শাহজালাল মাজার গেইট এলাকায় তাঁর নির্বাচনী গণসংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, বিকেল ৪টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে হোটেল রেস্তোরা শ্রমিকলীগের মতবিনিময় ও বিকেল ৫টায় মহিলা শ্রমিকলীগ আয়োজিত মতবিনিময় সভা যোগ দেন ড. মোমেন। সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেটের মহাজোট নেতৃবৃন্দের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  সন্ধ্যায় নগরীর হাউজিং এস্টেট এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন ড. মোমেন। রাত ৮টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতে উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তেমুখী পয়েন্টে সদর উপজেলা আঞ্চলিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি।
 
 
টাইমস/কেআরএস/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024