বরিশালে ড্রোন ব্যবহার করে খোঁজা হচ্ছে এডিস মশা

এডিশ মশা খুঁজে পেতে অভিনব উপায় বেছে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তারা ড্রোন ব্যবহার নগরীর বহুতল ভবনগুলোর ছাদে পানি জমে আছে কিনা তা পর্যবেক্ষণ করছে।

ড্রোন ব্যবহার করার পেছনে বরিশাল সিটি করপোরেশনের যুক্তি হচ্ছে, নগরীতে কয়েক হাজার বহুতল ভবন রয়েছে। সবগুলো ভবনের ছাদে ওঠা সম্ভব নয়। তাই ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

ঢাকাতে ডেঙ্গু দেখা দেয়ার পর থেকেই বরিশাল নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, অফিস-আদালত, বাসা-বাড়িতে যেসব স্থানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে তা পরিষ্কার রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশার ওষুধ নিয়মিত ছিটানো হচ্ছে।

তিনি আরও বলেছেন, বহুতল ভবনের ছাদে এডিস মশা বংশ বিস্তার উপযোগী পরিবেশ বা লার্ভা রয়েছে কিনা তা সন্ধানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। কোথাও এডিস মশার বংশ বিস্তারের উপযোগী পরিবেশ দেখা গেলেই সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।

 

টাইমস/এসআই

 

 

Share this news on: