যমুনা নদীতে পুলিশ সদস্য বিল্লালের মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ পুলিশ সদস্য বিল্লাল হোসেনের(২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জ (ডিআইজি) কার্যালয়ে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি যান।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলার আদ্রা গ্রামের জাবেদ তরফদার (৭০) তার পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে পাশের গুদারবাগ গ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। ইঞ্জিনচালিত নৌকাটি ২০ জন যাত্রী নিয়ে মাঝ যমুনায় ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়। নদীতে থাকা অন্য একটি নৌকা দ্রুত ছুটে গিয়ে ১৬ জনকে জীবিত উদ্ধার করে।

জাবেদ তরফদারের স্ত্রী রেনু বেগম ও শিশু পরী খাতুনের লাশ উদ্ধার করা হয়। জাবেদ তরফদার ও তার ভাতিজা পুলিশ সদস্য বিল্লাল হোসেন (২৮) নিখোঁজ হন।

তাদের নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে যমুনা নদী থেকেই বিল্লালের স্বজনেরা তার লাশ উদ্ধার করেন। জাবেদ তরফদার এখনো নিখোঁজ রয়েছেন।

যমুনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান।

 

টাইমস/এসআই

Share this news on: