সোনাইমুড়ী পৌর মেয়রের বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও নানা অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার মেয়রের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন অভিযোগে ২২ আগস্ট স্থানীয় সরকার বিভাগ মেয়রকে বরখাস্ত করে। এর বিরুদ্ধে ২৫ আগস্ট হাইকোর্টে রিট করা হয়। বুধবার প্রাথমিক শুনানি শেষে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন আদালত।

এর আগে গত ২২ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. মোতাহের হোসেনের বিরুদ্ধে চারটি অভিযোগের কথা উল্লেখ করে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

আরও পড়ুন...

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সোনাইমুড়ী পৌরসভার মেয়র বরখাস্ত

 

টাইমস/এইচইউ

Share this news on: