খুলনায় ২০ বছর আগের হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২০ বছর আগে কৃষক আনন্দ মণ্ডল হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার বিকালে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- প্রমোদ মণ্ডল (৫০), অশোক মণ্ডল (৩৪), অমর মণ্ডল (৫০), নির্মল ওরফে নিমাই মণ্ডল (৪৫), গোলক মণ্ডল (৩৫), রমেশ মণ্ডল (৪০), নিশাকর বিশ্বাস (৩৮) ও বিকাশ বালা (৫০)। দণ্ডপ্রাপ্ত সবাই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন, আসামিপক্ষে সেলিনা আক্তার ও গাজী রাজু আহমেদ মামলা পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৩০ মে রাত সাড়ে ৯টার দিকে বটিয়াঘাটার হোগলাবুনিয়া হাটবাড়ী স্লুইচ গেটের পাশে আসামিরা রামদা দিয়ে কুপিয়ে আনন্দকে জখম করে। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তিনি মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে ২১ জনের নামে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২০ অক্টোবর আদালতে ১৫ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এএসপি মো. সিরাজুল ইসলাম। ২০১৩ সালের ১৭ নভেম্বর অভিযোগ গঠনের আগেই আসামি রমেন বিশ্বাস মারা যান। এরপর বিচার চলাকালে আসামি দিলীপ বিশ্বাস মারা যান।

এ মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার ওই রায় ঘোষণা করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: