কমেছে ডেঙ্গু রোগীর ভর্তির সংখ্যা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমার তথ্য দিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা হাজার ছাড়ায়। একপর্যায়ে তা প্রায় আড়াই হাজারে পৌঁছায়। এক মাসেরও বেশি সময় পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এক হাজারের নিচে নামল। শুক্রবার ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল এক হাজার ২৫ জন।

এ বছর ডেঙ্গু জ্বরে এখন পর্যন্ত ৯৬টি মৃত্যুর ঘটনার মধ্যে ৫৭ জনের মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর তাদের ‘ডেথ রিভিউ’ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করেছে। তবে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

টাইমস/এসআই

Share this news on: